আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের নরপাইয়া কয়াল বাড়ির মোঃ সোহেলের ছেলে ছাত্রদলকর্মী নাহিদ (১৭) মারা গেছেন। জানা যায় গত ২০ ফেব্রুয়ারি লাকসামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে জনসভায় যাওয়ার পথে পিকাপ থেকে পড়ে গুরুতর আহত হন নাহিদসহ ৪ জন।
দরিদ্র পরিবারের সন্তান নাহিদ প্রায় এক মাস আইসিউতে লাইফ সাপোর্টে থাকার পরেও তার জ্ঞান ফিরে আসেনি। সোমবার রাতে দুনিয়ার মায়া ত্যাগ করে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করে, ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজিউন। মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় উপজেলার নরপাইয়া গ্রামে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মুনাফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক নাদিম মাহমুদ, সাবমীর মাহমুদ শামীম, সৌরভ, জুনায়েদ, ফখরুল, নজরুল, ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি আনোয়ার হোসেন রুবেল, সাবেক ছাত্রদল নেতা শাহীন কবির, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, ছাত্রনেতা মহসিন ভুঁইয়া, তারেক, সোহাগ, সোহেল, রাজু, শাওন, জাহিদ, মুন্না বিপ্লব প্রমুখ।
উল্লেখ যে, নরপাইয়া গ্রামের হতদরিদ্র সোহেলের চার ছেলে এক মেয়ের মধ্যে নাহিদ সবার বড়। দীর্ঘ ২৬ দিনে লাইফ সাপোর্টে তার চিকিৎসায় প্রায় দশ লক্ষ টাকা খরচ হয়েছে, সমাজের বিত্তবান সকলের কাছে নাহিদের বাবা সহায়তা প্রার্থনা করেছেন।