1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পুটি মাছ কাটা নিয়ে বিবাদ, স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর: এলাকায় শোকের ছায়া মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভূষ্মীভূত মনোহরগঞ্জে জামায়াতের প্রীতি সমাবেশ ডেটলাইনের মধ্যে সংস্কার করে নির্বাচন দেন: জামায়াতের সেক্রেটারি শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো, মাদারীপুরের নাছিমা আক্তার। তৃণমূল থেকে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি, কর্মীদের প্রত্যক্ষভোটে হচ্ছে কমিটি গঠন অন্তর্বর্তীকালীন সরকার সংস্থার ও বিচার কার্যক্রম শেষে জাতীয় নির্বাচন দিতে হবেঃ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো,ময়মনসিংহের সিদরাতুল মুনতাহা চ্যাম্পিয়ন মির্জাপুর স্পোর্টিং ক্লাব।

মাহে রমাদান-ফিরোজ আলম

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

খোশ আমদেদ মাহে রমাদান,
বন্দী হইলো শয়তান।
যদিও শয়তান হইলো বন্দী,
অসাধু ব্যাবসায়ীর সাথে করিলো সন্ধি।
আদেশ তাহার পণ্যের দাম করো বৃদ্ধি,
মালামাল করো গোডাউন বন্দী।

জ্বি হজুর!
আপনার আদেশ শিরোধার্য,
দ্রব্যের দাম বৃদ্ধি করে সাধন করিবো কার্য।
তারা শয়তানের দোস্ত।
তাদের কার্য দেখে শয়তান শুধু হাসতো।
বলতো ওরে তোরা শয়তানের বড়ো ভাই!
জাহান্নামই হবে তোদের একমাত্র ঠাই।
আমলনামাতে পাপ দেখিতে পাই,
বলিবে ক্ষমা চাই প্রভু ক্ষমা চাই।
কিন্তু আজ বাঁচিবার উপায় নাই।
হুতামাতেই হবে তাদের ঠাই।

সময় থাকতে ছাড়ো সব পাপ
বৃদ্ধি করো আমল,চেয়ে নাও মাপ।
খাঁটি করো ঈমান,বাড়বে তব মান,
পাবে জান্নাত চিরস্থায়ী বাসস্থান।
মরিও না হইয়া বেইমান।
জাহান্নাম হবে বাসস্থান আর শাস্তি পাহাড় সমান।

হে ঈমানদারগণ
তোমাদের জন্য ফরজ করা হয়েছে সাওম।
যেমন ফরজ ছিল ও পালন করতো পূর্ববর্তী কাওম।
যাতে হতে পারো মুত্তাকী,
বৃদ্ধি করে নেকি, হতে পারো জান্নাতি।
সূরা বাকারা আয়াত একশততিরাশি।

সাওম কি তার ব্যাখ্যায় আশি,
সাওম মানে অন্যায় থেকে বিরত থাকা,
আত্মাকে সংযত রাখা,
সুবে সাদিক থেকে বন্ধ সকল পানাহার,
বিরত থাকা সকল পাপাচার,
বিরত থাকা সকল কামাচার,
খাবার হতে অপেক্ষা সূর্য ডোবার।
৩০ দিন বিভিন্ন ইবাদতের হবে অনুশীলন,
বছরজুড়ে করতে হবে তা পালন।

রোযা ইসলামের তৃতীয় স্তম্ভ,
চূর্ণ করে বিত্তবানের অহংকার ও দম্ভ।
রবের আদেশ,থাকতে হবে উপবাস, বুঝতে, কেমন করে গরীব দুখী করে বাস।

ঈমান আনো,রোযা রাখো, নামাজ পড়ো, গরীব-দুখীরে করো তুষ্ট,
রব হবে তোমার প্রতি সন্তুষ্ট।
পাপ হবে মাপ, পাবে তুমি জান্নাত
হিসাবের দিন পাততে হবে না হাত।
মেশকে আম্বর যেন রোজাদারদের মুখেরই গন্ধ,
প্রভুর নিকট যাহা খুবই পছন্দ।
বিনিময়ে দিবেন প্রভু জান্নাত,
হবে তখন মহা খুশি আর পাবে আনন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট