আমি আছি তো!
পাচ্ছো কেন ভয়?
আমরা করবো জয়।
বাবা মানে মনোবল,
বাবার আশীষ,
ধরণীর বুকে সেরা বল।
বাবা মানে,শ্রেষ্ঠ ব্যক্তি,
বাবা মানে শক্তি,
বাবা মানে মুক্তি,
সর্বজন স্বীকৃত উক্তি।
বাবা মানে বটবৃক্ষ,
বাবা মানে ছায়া।
বাবা মানে,
সন্তানের আবদার রক্ষার্থে
জীর্ণ-শীর্ণ কায়া।
বাবা মানে মিষ্টি শাসন,
বাবার কথাই শ্রেষ্ঠ ভাষণ।
বাবা মানে শত ঝড়-তুফানেও
নিরাপদ আশ্রয়।
অন্যায়ে না দেওয়া প্রশ্রয়।
নিজে না খেয়ে
সন্তানের জন্য সাশ্রয়।
বাবা মানে,
অব্যক্ত ভালোবাসা।
বাবা মানে, ভরসার হাত
সেই ছোট্ট থেকে
থাকা সাথ সাথ।
বাবা মানে,
সর্বোচ্চ চেষ্টা,
পূরণ করতে
সন্তানের সকল আশা।
বাবা মানে পরম বন্ধু,
ভালোবাসার সিন্ধু।
বাবা মানে সন্তানের মঙ্গলে
যথাসাধ্য চেষ্টা–
ঢেলে দিয়ে শেষ রক্ত বিন্দু।
বাবা মানে শূন্য পকেট,
পূর্ণ পৃথিবী।
বাবা মানে,
মাথার উপর ছাদ
সকল দুখে কাঁধে রাখা কাঁধ।
থাকতে বাবা দাও দাম,
ঋণের শোধ হবে না কভু
দিলেও ধরার সকল
সোনাদানা মনিমুক্তা তবু!