এম.এ.মান্নান.মান্না: অদ্য ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ইং মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার “লাবনী আক্তার”কে স্বাবলম্বী করতে শতরূপা মানবিক উন্নলনয়ন ফাউন্ডেশনের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। লাবনী আক্তার অসহায়ত্বের মধ্যেও চলমান “ঢাকা বই মেলা” হতে ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল হোসেন কে নিয়ে লেখা বই কিনে পড়েন এবং মোজাম্মেল হোসেন মোল্লা সম্পর্কে জানতে পারেন। পরবর্তীতে তার স্বরনাপন্ন হোন। মোজাম্মেল হোসেন মোল্লা ও শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মো : কুদ্দুস আলী কে শতরূপার প্রতিনিধি হিসেবে লাবনী আক্তারের প্রকৃত খোজখবর নিতে বাড়িতে পাঠান,তার পরিপেক্ষেতে জনাব মোঃ কুদ্দুস আলী আজ লাবনী আক্তারের হাতে ফাউন্ডেশনের পক্ষে অর্থ সহায়তা তুলে দেন।