
আমরা সফলকে নিয়ে করি হিংসা
ব্যর্থকে নিয়ে করি উপহাস তামাশা,
যে হিংসা থেকে দূরে থাকবে
সে জীবনে ঈর্ষণীয় উন্নতি করবে,
সুখ দিয়েছেন মহান বিধাতা ঈশ্বর
হিংসা চরিতার্থ মানুষের নোংরা আবিষ্কার,
অহেতুক হিংসার অনলে না পুড়ে
চমকে দিন নিজেকে অসাধারণ গড়ে,
যারা আপনাকে হিংসা করে প্রতিনিয়ত
তাদের হেদায়েতে দোয়া করুন অবিরত,
সফল হতে হলে ক্ষণস্থায়ী জীবনে
হিংসা ছেড়ে দিতে হবে ভূবণে,
ঈর্ষান্বিত ব্যক্তি অত্যাধিক উপরে উঠতে
ব্যস্ত থাকে অন্যকে নীচে নামাতে,
কারো সফলতায় না হয়ে ঈর্ষান্বিত
নিজেকে সফল করুন তাদের মত,
অন্যের জয় দেখে ঈর্ষান্বিত নয়
অন্যের সফলতায় খুশি হতে হয়,
জলের প্রয়োজন লেলিহান আগুন নেভাতে
প্রেমের প্রয়োজন হিংসাকে জয় করতে।
–
স্বত্ব সংরক্ষিত।