রূপ মাধুর্যে অঙ্কিত ঋতুরাজ
বসন্তের নান্দনিক উপসংহারে
হৃদয় স্পর্শীয় মোলায়েমে।
প্রকৃতির উপহার কাকলীর আদরণীয়
কূহু ডাক’ মন ভোলানো
স্বরবিতানে মুগ্ধতার কীর্তন ছোঁয়ায়
অনুভূতির বীণা তারে।
পুষ্প তার নন্দন সৌন্দর্য ছড়ায়-
আগুন ধরায় নব উদ্যমে–
আবেগীয় উপলব্ধির উত্তরণে,
সম্পর্কগুলো চর্চিত হয়
নতুন মাত্রার উপসংহারে।
মরা নদীতে বান ডাকে—
শুষ্ক গাছ-গাছালিতে প্রাণের সঞ্চার
বৃদ্ধিতে নতুন পল্লবের
অপলক চাহনি করে মাতলামি,
দিশেহারা হয় সূক্ষ্ম ভাবনার
সংরক্ষিত বাগান বিলাস।
অযত্নে থাকা প্রেমের সাতকাহন
শাব্দিক বয়ানে কথা বলে —
উৎসারিত প্রণয়নের আয়ুতে
প্লাবন ঘটায়।
আগুন ঝরা ফাগুন প্রেম কাব্যের
পান্ডুলিপিকে পংক্তি,
চয়নে ভাসায় সুরের খেয়ায়।