1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পুটি মাছ কাটা নিয়ে বিবাদ, স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর: এলাকায় শোকের ছায়া মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভূষ্মীভূত মনোহরগঞ্জে জামায়াতের প্রীতি সমাবেশ ডেটলাইনের মধ্যে সংস্কার করে নির্বাচন দেন: জামায়াতের সেক্রেটারি শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো, মাদারীপুরের নাছিমা আক্তার। তৃণমূল থেকে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি, কর্মীদের প্রত্যক্ষভোটে হচ্ছে কমিটি গঠন অন্তর্বর্তীকালীন সরকার সংস্থার ও বিচার কার্যক্রম শেষে জাতীয় নির্বাচন দিতে হবেঃ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো,ময়মনসিংহের সিদরাতুল মুনতাহা চ্যাম্পিয়ন মির্জাপুর স্পোর্টিং ক্লাব।

টাকা সমাচার —আব্দুর রহমান নির্জয়

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে
টাকারে টাকা তোর জন্য নিত্য ঝরে ঘাম,
তোর জন্য করে চলি নিত্য নতুন কাম।
তোর জন্য আপন ভাইও হয়ে যায় পর,
তোর জন্যই মনের মাঝে লোভ যে বাঁধে ঘর।
তোর জন্যই পাগল সবাই করছে নানা কর্ম,
অন্যায়ে-তে পা বাড়িয়ে ভুলে নিজ ধর্ম।
তোর জন্য ধনী -গরীব রাজায় রাজায় দ্বন্দ্ব,
তোর নেশা সততাকেও করে দেয় যে অন্ধ।
তোর জন্য পিতা – পূত্র ভাইয়ে ভাইয়ে ক্লেশ,
তোর ছোঁয়াতে কত জীবন হয়ে যায় রে শেষ।
তোর জন্য পিতার দুয়ার ছেলের তরে বন্ধ,
বুঝে নাতো অবোধ মানষ তুই যে কত মন্দ।
নানান জায়গায় নানান নামে ধরিস কত রুপ,
সবার মনে অকাতরে জ্বালাস লোভের ধূপ।
কখনোবা অনুদানের কখনো বা ঘুষ,
নেতাদের হাতে পরলে থাকেনা তার হুশ।
কখনোবা বকশিস রুপে খুশির জোয়ার টানে,
গরীব পিতাই বুঝে তোকে আঘাত যবে হানে।
কখনোবা উপঢৌকন কখনো বা কষ্ট,
তোর পাল্লায় পরলে জীবন একেবারেই নষ্ট।
শত নামে শত রুপে তোর যে ছড়াছড়ি,
দুঃখটা দেস এনে রে তুই সুখটাকে নেস হরি।
কত মানুষ তোর অভাবে ধুঁকে ধুঁকে মরে,
তুই ই আবার সুখ এনে দিস ধনী লোকের ঘরে।
হাত নেই পা নেই তবু – ক্ষমতা তোর অসীম,
তোর তরে তে সকল জীবন একেবারেই সসীম।
রাতের মায়ায় তুই যে আবার জুয়ার বোডে হিরো,
তোকে ছাঁড়া রাজা – প্রজা সকল জনাই জিরো।
তোর মায়াতে আটকা পরে অন্ধকারে ডুবি,
কি যে এক জিনিস রে তুই সেটাই শুধু ভাবি।
ভালো মন্দে দ্বন্দ্বে দ্বন্দ্বে জীবন করিস শেষ,
সাধুর মনেও রেখে যাস তোর লোভেরই রেশ।
অনেক কথা বলার আছে তোকে নিয়ে ভাই,
তোর ব্যবহার কল্যাণে হোক এটাই শুধু চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট