ফুটে উঠেছে হৃদয়ে কুসুমকলি অমলিন।
ঊষার আলোর ঘ্রাণে কবি ফটোগ্রাফার সহ সকল ভ্রমরেরা ছুটে
এসেছে আগ্রহী হয়ে তোমার গুণগানে মাতোয়ারা।
মুহূমুহূ গন্ধে আজ হাজারো কবির পদচারণায় জমেছে মেলা।
তোমাকে ছাড়া যায়না থাকা এমনই সাহিত্য মেলা
তোমার বুকে স্বপ্নরা আজি করছে
রঙিন খেলা।
সবাই মিলে লিখছি আজি শত শত গুণগান
আসলেই তুমি সবার সেরা হৃদয়ে আছো বহমান।
তোমার জন্য চারিদিকে আজ ফুটেছে হাজারো ফুল,
তাইতো আজি ঊষার আলোর শুভ জন্মদিন।
তোমার জন্মদিনে কতসব রয়েছে প্রতিযোগিতার আয়োজন।
তোমার জন্য উদিত হয় ভোরের সূর্য কিরণ,
তোমার জন্য ধন্য হয়েছে আমাদের ইসলামিক, সেলফি,কবিতা,ও অণু কবিতা পোস্টের আয়োজন।
তোমাকে নিয়ে লিখতে বসেছি
আজ তোমার শুভ জন্মদিন

লেখালেখি করে শেষ হবেনা, হাজারো তোমার গুণ।
ঊষার আলোর স্বজনদের প্রতি রইল আমার প্রাণঢালা শুভেচ্ছা ও সালাম।