১৪ ফেব্রুয়ারি,
মডার্ন নর-নারী।
হাতে-হাত ধরি,
বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড নিয়ে করে ঘুরাঘুরি।
ফুল নিয়ে কাড়াকাড়ি,
গিফ্টের ছড়াছড়ি।
ছুটছে নর সামনে নারী।
শয়তানের ধোঁকায় পড়ি,
ঘটায় অনৈতিক ঘটনাবলী!
যেন রোগ মহামারী।
৯ মাস পর——–!
পেছনে নারী সামনে নর।
ঘটাইয়া জটিল সমস্যাবলী।
করে চিৎকার চেঁচামেচি,
নরের পেছনে নারীর দৌড়াদৌড়ি।
চেয়ে অধিকার,
পায়ে পড়ে সে কি গড়াগড়ি!
আফসোস করে, আর
করে সেকি মারামারি!
হারাইয়ে অধিকার,
স্বাদ নাই বাঁচিবার।
দেয় গলায় দড়ি,
না হয় খায় বিষের বড়ি।
১৪ ফেব্রুয়ারি,
ওহে নর, ওহে নারী,
খেওনা শয়তানের ধোঁকা
হইওনা বোকা।
করিও না কেহ ভুল,
তাহলে হারাবে দুকূল।
সাবধান!
ওহে মানবকূল।