কেউ একজন বলে আমায়
কি ছাইপাশ লেখো তুমি এগুলো কেউ পড়ে নাকি!!
শুধু অন্ধকারে ঢিল ছুঁড়ে বাহ্ বাহ্ দেয়
ছেড়ে দাও এই সব লেখা;
আমি মুচকি হেসে বলবো,,,
—ধন্যবাদ আপনাকে
আমি কখনো কবি হতেই চাই না
যদিও কেউ ভুল করে কবি শব্দটা বলে
তখন আমি হা হা হা করে হাসি!
আরে আমি তো শুধু কবিতা পড়তে ভালোবাসি!
খুব ইচ্ছে করে কেউ একজন বলুক
তুমি মানুষটা খুব বদমেজাজি;
অনেক রাগ তোমার
কিচ্ছু হবে না তোমাকে দিয়ে।
তারপর, আমি দাঁতগুলো বের করে বলবো,,,
—কি যে বলেন না মশাই!
ছোটো বেলা থেকেই আমি একটু ত্যাড়া স্বভাবের
যে আমাকে বুঝতে পারে সে বন্ধু
আর যে না পারে তার পাশেও যাইনা;
এবার তা হলে আসি।
আমার আর ভালো মানুষ হতে ইচ্ছেই করে না
কি পায় ভালো মানুষেরা শুধু কষ্ট আর যন্ত্রণা;
এই পৃথিবীর খারাপ গুলো শুধু
ভালো মানুষের সাথে বেঈমানি করে,
খুব কষ্ট দেয়, তাই তো
ওদের থেকে সবসময় দূরে থাকি।
মা বলতেন মানুষের মতো মানুষ হও
সত্যি তো মানুষ হয়েছি আমি
তবে ভালো মানুষ হতে চাই না
ওদের তো মুখোশ পরে থাকতে হয়
যা আমার একদমই সহ্য হয় না
লোকে আমায় চিনবে কি করে
যদি মুখটা ঢেকে রাখি।।