শিশিরস্নাত কুয়াশার চাদর জড়ানো চতুর্দিকে যে হিম বুড়ি ,
আলসে শুয়ে আছে দিয়ে কাঁথা মুড়ি।
হেনকালে জ্ঞানীর প্রাতঃ ভ্রমণের
নেই যে কোনো জুড়ি।
ষাট হয়ে যায় যেন কুড়ি!
বুড়িও হেটে-হেটে মেদ ঝরিয়ে যে ছুড়ি!
সুস্বাস্থ্যের তরে, সকলের যে হাটিতে হয়,
বিদ্বানেরা তাহা কিন্তু কয়,
জ্ঞানীরা বাস্তবিক আর ব্যবহারিক হয়।
পাখির আগে ঘুম থেকে উঠে
প্রকৃতির সোনাদানা কুড়িয়ে যে লয়।
তারিখ : ২৭/১২/২০২৪