মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। লাল সবুজের জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে র্যালিতে অংশ নেয় মহানগর ও বিভিন্ন থানার নেতা-কর্মীরা।
সোমবার সকালে নগরীর শিববাড়ি এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের জ্যেষ্ঠ নেতারা।
সমাবেশে বক্তারা ভিনদেশীদের আগ্রাসন ও ষড়যন্ত্র মোকাবিলায় সর্বদা প্রস্তুত ও সতর্ক থাকতে নেতা-কর্মীদের আহ্বান জানান। এছাড়াও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও জনগণ তাদের মতপ্রকাশের স্বাধীনতার পূর্ণ ব্যবহার করতে পারেনি। আর কোনো স্বৈরাচার যেন দেশের মানুষের ওপর জুলুম না করতে পারে।
বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও সদর মেট্রো থানা জামায়াতের আমীর সালাহ উদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, নায়েবে আমীর খায়রুল হাসান, হোসেন আলী, সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসেন, সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা প্রমুখ।