1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পুটি মাছ কাটা নিয়ে বিবাদ, স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর: এলাকায় শোকের ছায়া মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভূষ্মীভূত মনোহরগঞ্জে জামায়াতের প্রীতি সমাবেশ ডেটলাইনের মধ্যে সংস্কার করে নির্বাচন দেন: জামায়াতের সেক্রেটারি শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো, মাদারীপুরের নাছিমা আক্তার। তৃণমূল থেকে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি, কর্মীদের প্রত্যক্ষভোটে হচ্ছে কমিটি গঠন অন্তর্বর্তীকালীন সরকার সংস্থার ও বিচার কার্যক্রম শেষে জাতীয় নির্বাচন দিতে হবেঃ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো,ময়মনসিংহের সিদরাতুল মুনতাহা চ্যাম্পিয়ন মির্জাপুর স্পোর্টিং ক্লাব।

৫ই আগস্টের পরিবর্তন দুনিয়াকে মানতেই হবে: তৌহিদ হোসেন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ বার পড়া হয়েছে

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ফের বলেছেন, ৫ই আগস্টের পরিবর্তন  দুনিয়াকে মানতেই হবে। যারা এটা মানবে তাদের সঙ্গে সম্পর্ক এগিয়ে যাবে। ৫ই আগস্টের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সেটা মেনেই ভারতকে সম্পর্ক এগিয়ে নেয়ার পথে অগ্রসর হতে হবে, অন্যথায় নয়। রোববার সার্কের ৪০তম সনদ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মিস্টার হোসেন এসব কথা বলেন। সার্ক জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টার ওই সেমিনারের আয়োজন করে। তৌহিদ হোসেন বলেন, আমি সব সময় বলে এসেছি, কোনো সমস্যার সমাধান করতে হলে সমস্যাটা আগে স্বীকার করতে হয়। আমাদের একইভাবে এটা স্বীকার করতে হবে যে, ৫ই আগস্টের আগে ও পরে সম্পর্কের নিশ্চয়ই গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিলে আমাদের সম্পর্ক এগিয়ে নেয়া সহজ হয়। আমরা ইতিবাচক আছি। ভারতের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের প্রস্তাব উপদেষ্টা নিজেই করেছিলেন বলে জানান। ভারতের সঙ্গে বিদ্যমান টানাপড়েন দুই দেশের বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই যে দুই-তিন মাস যাবৎ যে মন্দা যাচ্ছে, সেটা কি শুধু বাংলাদেশকে প্রভাবিত করছে? না, শুধু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। বড় অর্থনীতির দেশ ভারতের ওপরও এর প্রভাব পড়ছে। পরিমাণটা হয়তো অতো বেশি না। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন রিপোর্ট পাচ্ছেন জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা আশা করবো যে অচলাবস্থা দ্রুতই কাটিয়ে ওঠা সম্ভব হবে। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যোগাযোগ, পারস্পরিক দেখা-সাক্ষাৎ। সোমবার সকালে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন জানিয়ে উপদেষ্টা বলেন, তার সফরে পররাষ্ট্র সচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক এফওসি হবে। এটি নিয়মিত বিষয়, অস্বাভাবিক কিছু নয়। আমি আশা করবো যে তারা ফলপ্রসূ আলোচনা করবেন। সার্কে এক দশক ধরে অচলাবস্থার প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, প্রতি বছর শীর্ষ সম্মেলন হওয়ার কথা, কিন্তু তা গত ১০ বছর যাবৎ স্থগিত রয়েছে। এমনি মন্ত্রী পর্যায়ের বৈঠকও হচ্ছে। এই সময়ে ৩ জন সার্ক সেক্রেটারি জেনারেল বিদায় নিয়েছেন। তাদের কারও শীর্ষ সম্মেলন আয়োজনের সৌভাগ্য হয়নি। কেন শীর্ষ সম্মেলন হচ্ছে না? সেটা সবাই জানেন। আমি সে প্রসঙ্গ বিস্তারিত বলতে চাই না। তবে এটুকু বলি আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সার্কের পুনর্জাগরণ কামনা করেছেন। সার্ক শীর্ষ সম্মেলনটা হওয়া জরুরি। কিন্তু এটাও যে চটজলদি হয়ে যাবে এমন আশা করি না। সবকিছু করে ফেলবো, তা চিন্তা না করাই ভালো। চারটা ধাপ আছে সার্কের। সংকটের উত্তরণ করতে হলে প্রথম যে ধাপ অর্থাৎ আমাদের পররাষ্ট্র সচিবদের ফোরাম স্থায়ী কমিটির বৈঠক করতে হবে। আমরা এখন চেষ্টা করবো সবাইকে আহ্বান জানাবো, সেটা করা যায় কিনা? সেখানে আলোচনা হলে নিশ্চয়ই পরবর্তী দ্বারগুলো খুলবে। তাই সর্বপ্রথম সার্কের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি করার উদ্যোগ নিতে হবে। এটা হলে মৃতপ্রায় সার্ককে অনেকখানি সক্রিয় করে ফেলতে পারি। এ সময় উপদেষ্টা ভারতের খ্যাতিমান কূটনীতিক (প্রয়াত) মুচকুন্দ দুবের একটি বক্তব্যকে উদ্ধৃত করেন। ২০১৯ সালের মার্চে দুবে সর্বশেষ ঢাকা সফর করেন। এ সময় এক সাক্ষাৎকারে বলেছিলেন সার্ক অক্কা পেলেও এর লাশ আমাদের অনেক দিন বহন করে যেতে হবে। এটিকে দাফন করা যাবে না। কারণ, তা আবার যেকোনো সময় জেগে উঠতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট