
কুহেলিকা ঘেরা শুভ্র সকাল!
পাখি ডাকা ভোর–
শিশিরে ভিজেছে লজ্জাবতী ফুল।
হিম হিম ঠান্ডায় আদুরে পরশে
সোনালী রোদের মধুরিমায় ফুটেছে
হলুদ গাঁদার ফুল।
নেই কোকিলের ডাক —
পাখিদের গানে মুখরিত চারিধার।
অতিথি পাখির কানে কানে বলে যায়
ফাল্গুনী হাওয়ার মেলা।
বাতাসের কানে ভেসে বেড়ায় ;
রৌদ্রস্নাত
সকালের লুকোচুরি খেলা।
আমিও সরষে ফুলের মঞ্জুরিতে মিশে যাই
ভেসে যাই হলুদ রঙের আচ্ছাদনে।
যেখানে আবির মেখেছে সাঝের মায়া,
মন্ত্রমুগ্ধমনে —-
দু ‘চোখের পাতায় অপার মুগ্ধতা।
পুলকিত দু’নয়ন;
মোহনীয় আবেশে,গোধূলির অনুভবে
চকিত মনের দীপ্ত স্বপন।।