
বালুকা বেলায় গুধুলি লগন
জলেপরা সিঁদুর রঙের খেলা
অথৈজলের দিগন্ত ছোয়ায়
যখন চেয়ে রই আমি
নিজেকে কোথায় যেন হারাই।
পড়ন্ত বিকালে সবুজ গালিচায়
সুউচ্চ টিলায় কঁচি ঘাসের ডগায়
হাতের ছোয়ায় যখন হালকা শিশির
আদরে আদরে ছুয়ে দিয়ে যাই আমি
নিজেকে কোথায় যেন হারাই।
হেমন্তে হালকা কুয়াশাছন্ন সকাল
শিশির ভেজা দুর্বাঘাসে পা ভিজাই
সোনালী রোদে সোনালী ফসলের
সোনামাখা রোদে রুপালী মুক্তোর হাসি
যখন তাতে চেয়ে রই আমি
নিজেকে কোথায় যেন হারাই।
নির্মল নিলাকাশের সামনে দিয়ে
শুভ্র সফেদ মেঘগুলোর যাওয়া
এদের ফাঁকে ফাঁকে নিলাভ হাসি
বায়ু সাগরে পাখির ঝাঁকের যাত্রা
অপলক চেয়ে রই আমি
নিজেকে কোথায় যেন হারাই।