ক্ষমতার অহংকারে
ফেরাউন দাবি করেছিলো খোদাই!
দম্ভ চুর্ণ করে দিলেন খোদা
তাকে নীল নদের জলে ঢুবাই।
কবি কহে —
ওহে কান পেতে নাও শোনে,
অর্থ-বিত্ত রুপ-যৌবন আর ক্ষমতা
নহে কারো হাতে,
প্রভু যাকে করে দান
পায় সে ভাগ্য গুনে।
ক্ষমতা নিয়ে অহংকার করেছে যে যবে,
করুণ পরিনতিসহ মাটির সাথে মিশে আছে,
ইতিহাস হয়ে গেছে সবে।
ক্ষমতার দাপট কেউ দেখাইওনা ভাই,
ইতিহাস থেকে নাও শিক্ষা,
সকল অন্যায় ছেড়ে দাও
ভালো মানুষ হওয়ার নাও দীক্ষা।
ডাক এলে চলে যেতে হবে
সব কিছু ছেড়ে,
বাড়ি গাড়ি সব কিছু রবে পড়ে।
ক্ষনিকের অতিথি সবে
মুসাফির সবাই এই ভবে।