1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পুটি মাছ কাটা নিয়ে বিবাদ, স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর: এলাকায় শোকের ছায়া মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভূষ্মীভূত মনোহরগঞ্জে জামায়াতের প্রীতি সমাবেশ ডেটলাইনের মধ্যে সংস্কার করে নির্বাচন দেন: জামায়াতের সেক্রেটারি শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো, মাদারীপুরের নাছিমা আক্তার। তৃণমূল থেকে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি, কর্মীদের প্রত্যক্ষভোটে হচ্ছে কমিটি গঠন অন্তর্বর্তীকালীন সরকার সংস্থার ও বিচার কার্যক্রম শেষে জাতীয় নির্বাচন দিতে হবেঃ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো,ময়মনসিংহের সিদরাতুল মুনতাহা চ্যাম্পিয়ন মির্জাপুর স্পোর্টিং ক্লাব।

সম্পর্কের ইতি — লুবনা জেরিন সীমা

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৩২ বার পড়া হয়েছে
আজ তোমার আমার মাঝে
যতটুকু সম্পর্ক ছিল
তা আজ বিলিন হতে চলছে।
ভেবেছিলাম আবার আমরা
সম্পর্কের জোরা লাগাবো
যতটুকু বলার বাকি ছিল
সেটুকু আর কদিন পরে বলে দেবো
কিন্তু তুমি আজ সকল সম্পর্কের
উর্ধ্বে চলে গেলে।
দিয়ে গেলে ধুধু মরুভূমিচর
কি নিয়ে থাকবো আমি বলতে পারো ?
যতটা ব্যথা দিয়েছিলে বাস্তব জীবনে
তারচেয়ে বেশি ব্যথা দিয়ে চলে তুমি গেলে।
চাওয়া পাওয়ার হিসেব কষে দেখি
আজ আমি নিঃস্ব কেবলই একজন অসম্পূর্ণ নারী।
কিন্তু কোথায় তুমি আজ!
শুধুই অদৃশ্য এক ছায়া হয়ে আছো।
ভেবেছিলাম তুমি এসে বলবে
এসো অনেকতো হলো দূরে থাকা এবার এস আমরা বিরহের অবসান শেষ করি,
আবার আমরা মিলেমিশে সংসার করি।
সেখানে তুমি আজ বাকরুদ্ধকর
আর আমিও শ্বাসরুদ্ধকর।
ভালো লাগেনা আজ কোনকিছু তুমি ছাড়া
কোথায় আশ্রয় নেবো তাও ভেবে পাইনা।
তুমি কি সবই ভুলে গেলে কি কথা হয়েছিল তোমার আমার মাঝে,
বলেছিলে মাত্র আর কটাদিন বাকি
দেখতে দেখতে সময় এসে যাবে।
তোমার আমার এইযে দূরে থাকা
এটা তেমন কোন দূরত্ব নয়
যেদিন তোমার কাছে আসবো
হাতজোর করে বলবো
আর কোনো অভিমান নয়
আর ভুল হবেনা
বিগত দিনগুলোতে যে ব্যথা দয়েছি
সেটা আমি শুধরে দিতেই এসেছি।
দেখ তোমারই দ্বারে হাত বাড়িয়েছি
বিগত দিনের সব কথা
ভুল নির্বাচন, ভুল ব্যাক্ত,
ভুল সিদ্ধান্ত, সবই ছিল ভুল,
আজ থেকে নতুন জীবন শুরু করবো
অতীত ভুলে নতুনকে স্বাগত জানাবো
চল আমরা আমাদের সঠিক সিদ্ধান্ত
বাস্তবায়ন করি।
সেসব না করে সমস্ত প্রতিশ্রুতি ভুলে
তুমি চলে গেলে না ফেরার দেশে
দিয়ে গেলে শুধুই অনন্তকাল অশ্রুধারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট