আজ কী এলে হেমন্ত?
সত্যি আমার সেই হেমন্ত তুমি,
আমি দেখতে পাচ্ছি নাকের ডগায়…
বিন্দু বিন্দু শুভ্র কণা।
চেহারায় মিষ্টি রক্তিম আভা ছড়ানো,
নিলাম ছুঁয়ে সর্বাঙ্গে মিষ্টি রোদের আদর।
জোছনা প্লাবিত রাত আজ!
কানে ভেসে এলো হেমন্তের মিষ্টি কণ্ঠ…
কেমন আছো বর্ষা?
আমি রাগান্বিত..
এতোদিন পর এসে আজ আমায় ডাকলে?
যাও আড়ি! কোনো কথা নেই….
জানোনা অপেক্ষার প্রহর বেশ ভয়ঙ্কর!
কেনো বর্ষা ডেকে মোর হৃদয় করলে উতলা?
ফুরফুরে মন আজ…
ঘুড়ি হয়ে যেতে চাই তোমার আকাশে।
ছুঁতে চাই তোমায়..
নীলাম্বরী চাদরে আচ্ছাদিত অম্বরবক্ষ।
দেখি তোমার অন্তরীক্ষে বিচরণ করছে গগনচারী….
বালিহাঁস মেতেছে আনন্দে….
সাদা বক তোমার হৃদয় বিলের পাশে বসে ধ্যানে মগ্ন।
চারপাশে পাখির কলরবে তুমি বিভোর,
নাটাই ওয়ালার হেঁচকা টানে
অগত্যা ফিরে আসা তাঁরই শীতল নীড়ে!!