তোমার স্বপ্ন ছিল যাহা বাস্তবে রূপ নিয়েছে তাহা এমন সময় এসেছে তাদের ইঁদুরের গর্তে পালাবার সময় ছিল না তাদের তুমি বলেছিলে ধৈর্য ধরো আজ যে পুলিশ তোমাকে অ্যারেস্ট করছে তোমাকে রিমান্ডে নিচ্ছে তোমাকে নির্যাতন করছে এমন সময় আসবে ঘিরে তাদের পুলিশ তাদেরকে ধরবে তারাই তাদের হাতে হাত কড়া পড়াবে আজ তাই সত্যি হয়েছে,
তোমার প্রতিটি উক্তি আজ দেশে বাস্তবায়িত হচ্ছে দেশের প্রতিটি আনায় কোনায় তোমার কথা আলোচনা হচ্ছে প্রতিটি মানুষের হৃদয়ে তুমি রয়েছ তোমার প্রতিটি কোরানের বাণী শুনছে নিজের অজান্তে আখির কোণে অশ্রু ঝরছে শুধু তুমি নেই হে প্রিয় আল্লামা সাঈদী,
আজ ছাত্র জনতা যে বিপ্লব এনে দিয়েছে সেই বিপ্লবের ডাক দিয়েছিলে তুমি এই ছাত্র জনতা তোমারই ফসল তোমার দেখানো পথে অটল ছিল বলে বিপ্লব এনে দিয়েছে সৃষ্টিকর্তা মোদের আজ তোমার বসার চেয়ার আছে চশমাটা পড়ে আছে আলমারিতে সাজানো আছে তোমার কিতাব গুলো শুধু তুমি নেই হে প্রিয় আল্লামা সাঈদী,
তোমার স্বপ্ন ছিল এ জমিন হবে কোরানের জমিন জমিনের প্রতিটি সকাল হবে আযানের ধ্বনিতে আবারো মুসলমানের সন্তানেরা কোরআন বুকে নিয়ে মক্তবে ছুটে যাবে কোরআনের রঙে রঙিন হবে পর্ব আকাশের সেই রবি সবকিছুই যেন আজ তোমার পূর্ব আভাস শুধু তুমি নেই হে প্রিয় আল্লামা সাঈদী,
তুমি আজ হয়তো বাস্তবে নেই কিন্তু তুমি রয়েছো প্রতিটি মানুষের হৃদয়ের গহীনে দল মত নির্বিশেষে তোমার ভালোবাসা সকলের তরে তোমার কণ্ঠে কোরআনের বাণী জয় করেছে সকলের হৃদয়ের গ্লানি তুমি হাজার বছরের শ্রেষ্ঠ কোরআনের রাহবার হয়ে থাকবে বিশ্বের প্রতিটি মুসলমানের ঘরে হে প্রিয় আল্লামা সাঈদী।