আছ দুঃখ! তোমার অস্তিত্বের কতোটুকু বিশালত্ব আছে?
বটবৃক্ষের মতো,পাহাড়ের মতো,নদী, সমুদ্র, চন্দ্র, গ্রহ,
নক্ষত্র, সূর্য গ্লাস্কী মতো ? মোটেও না,তুমি বৃক্ষের সবুজ
পাতার বিবর্ণ হলদে হয়ে যাওয়া একবিন্দু ঝরে পড়া
অস্তিত্ব মাত্র! খুঁজে দেখো দুঃখ গুলো সুখের মধ্যে’ই বড়
হতে হতে অস্তিত্ব পেয়েছে! সুখী হতে ওয়াশিংটন,মস্কো,
বিলেতের,শহরে যেয়ে হয় না ?
গাছের ঝরে পড়া পাতার মতো
একদিন সুখদুঃখ গুলো একত্রে ঝরে পরবে নিশ্চয়।