1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
পুটি মাছ কাটা নিয়ে বিবাদ, স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর: এলাকায় শোকের ছায়া মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভূষ্মীভূত মনোহরগঞ্জে জামায়াতের প্রীতি সমাবেশ ডেটলাইনের মধ্যে সংস্কার করে নির্বাচন দেন: জামায়াতের সেক্রেটারি শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো, মাদারীপুরের নাছিমা আক্তার। তৃণমূল থেকে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি, কর্মীদের প্রত্যক্ষভোটে হচ্ছে কমিটি গঠন অন্তর্বর্তীকালীন সরকার সংস্থার ও বিচার কার্যক্রম শেষে জাতীয় নির্বাচন দিতে হবেঃ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো,ময়মনসিংহের সিদরাতুল মুনতাহা চ্যাম্পিয়ন মির্জাপুর স্পোর্টিং ক্লাব।

মনোহরগঞ্জের মুন্সিরহাটে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

অর্ধশত ছাত্র-জনতার ইসলামী আন্দোলন ও সহযোগি সংগঠনে যোগদান

মোঃ আলমগীর হোসেনঃ
কুমিল্লার মনোহরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন ইসলামী আন্দোলনের উদ্যোগে স্থানীয় মুন্সিরহাট ঈদগাহ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মুহা. নেছার উদ্দিন সুমন, সেক্রেটারী আহমাদ উল্লাহ খালিদ, মনোহরগঞ্জ দক্ষিণ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা আহমদ উল্লাহ, সেক্রেটারী মাওলানা ডাঃ আবু ছালেহ, দক্ষিণ জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান হাসিব। মুফতি লোকমান হোসাইনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নোয়াখালী উত্তর জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মুফতি মুহা. আছেম, কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মুফতি ওমায়ের আল-হোসাইনী, ইসলামী আন্দোলন নেতা মুফতি আবদুল আউয়াল, মুফতি আবদুল রহিম, ছিদ্দিক আহমদ আল-হোসাইনী, উপজেলা দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সেক্রেটরী মাওলানা ইলিয়াছ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, সদস্য মাহমুদুল হাসান, সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা আলাউদ্দিন, উপজেলা দক্ষিণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহা. হারুনুর রশীদ প্রমুখ। উপজেলা দক্ষিণ ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোঃ মমিন উল্যাহ ও সহ-সেক্রেটারী হাফেজ মাসুদ আলমের যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি হাফেজ শরাফত করীম, দক্ষিণ উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা  আবদুর সহিদ, মোঃ মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেনসহ স্থানীয় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। উক্ত সমাবেশে প্রায় অর্ধশত ছাত্র-জনতা ইসলামী আন্দোলন ও সহযোগি সংগঠনে যোগদান করেন।


সমাবেশে বক্তারা বলেন, ‘ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনার সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। জাতি এক নতুন বাংলাদেশ পেয়েছে। এই দেশে আর কোনো অরাজকতা জাতি চায় না। আমরা পরিবর্তন চাই। এই পরিবর্তনের স্বার্থে চরমোনাই পীর সাহেবের ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবি জানাই।’
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ইসলামী আন্দোলনের সদস্য সেলিম মাহমুদ বলেন, সব দল দেখা শেষ, ইসলামকে ক্ষমতায় দেখা বাকী, এবার ইসলামকে ক্ষমতায় নেয়ার সময় এসেছে। তাই আগামীদিনে কল্যাণের বাংলাদেশকে গড়ে তুলতে ইসলামীকে ক্ষমতায় নেয়ার জন্য সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে সমবেত হওয়ার আহŸান জানান তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট