1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
পুটি মাছ কাটা নিয়ে বিবাদ, স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর: এলাকায় শোকের ছায়া মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভূষ্মীভূত মনোহরগঞ্জে জামায়াতের প্রীতি সমাবেশ ডেটলাইনের মধ্যে সংস্কার করে নির্বাচন দেন: জামায়াতের সেক্রেটারি শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো, মাদারীপুরের নাছিমা আক্তার। তৃণমূল থেকে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি, কর্মীদের প্রত্যক্ষভোটে হচ্ছে কমিটি গঠন অন্তর্বর্তীকালীন সরকার সংস্থার ও বিচার কার্যক্রম শেষে জাতীয় নির্বাচন দিতে হবেঃ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো,ময়মনসিংহের সিদরাতুল মুনতাহা চ্যাম্পিয়ন মির্জাপুর স্পোর্টিং ক্লাব।

মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ও সাংস্কৃতিকানুষ্ঠান

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় নাথেরপেটুয়া রেলওয়ে স্টেশন চত্বরে কর্মী সমাবেশ ও সাংস্কৃতিকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক শিশু কল্যাণ পরিচালক ও জামায়াতে ইসলামীর মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান সোহাগ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমির ও জামায়াতে ইসলামী মনোনীত মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওঃ নুরুন্নবী, সেক্রেটারী ডা. সাহাবুদ্দিন হায়দার, কুমিল্লা জেলা দক্ষিণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নজরুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট মুজাহিদুল ইসলাম প্রমুখ। ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আবদুল গোফরান ভূঁইয়ার সভাপতিত্বে মনোহরগঞ্জ উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আরিফুল ইসলাম পরশের সঞ্চালনায় অনুষ্ঠানে জামায়াত নেতা হাফেজ জাকারিয়া, মনিরুল ইসলাম, সেলিম, আব্দুজ্জাহের, মাস্টার মফিজুল ইসলাম, অধ্যাপক আবু সাঈদুর রহমান, আনোয়ার, জোনায়েদ, ইসমাইল, মাসুদ, আ.রহমান, সাইফুল বারী, ফয়েজুর রহমানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাও. অহিদ উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী  বলেন, ‘আমরা পরাধীন ছিলাম। এবার দ্বিতীয়বারের মতো ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। স্বৈরাচারের আমলে আমরা নিজের ভোট দিতে পারি নাই, সত্য তুলে ধরতে পারে নাই, শাসক গোষ্ঠী টুঁটি চেপে ধরেছে। এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। এসময় বক্তারা আরো বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ইসলাম ও ন্যায় ভিত্তিক সুশাসনের বাংলাদেশ বিনির্মাণ,  মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা জামায়াতের একমাত্র লক্ষ্য।

সমাবেশে শেষে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিকানুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন প্লাবন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। শিল্পীদের মায়াবী কন্ঠে দেশাত্মবোধক ও ইসলামী সংগীতের সুরের মূর্ছনায় বিমোহিত হয় উপস্থিত শ্রোতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট