মোঃ আলমগীর হোসেনঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের পরানপুর বন্যার্ত গ্রামবাসীর মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন ওই গ্রামের কৃতি সন্তান ও ঢাকাস্থ বিশিষ্ট ব্যবসায়ি শাহ আলম ভঁইয়া জাহাঙ্গীর। শনিবার তিনি পরানপুর, সুচিয়াপাড়া ও ধোপামুড়ী গ্রামের প্রায় সহস্রাধিক বন্যার্ত মানুষের মাঝে এ খাবার বিতরণ করেন।
উক্ত খাবার বিতরণে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ, নাথেরপেটুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাস্টার মোবারক হোসেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের নাথেরপেটুয়া জোনাল ইনচার্জ আলমগীর আনিস ভঁইয়া, বিএনপি নেতা নুরুল ইসলাম ওমর, জাকির হোসেন বাবুল প্রমুখ।
শাহ আলম ভূঁইয়া জাহাঙ্গীর জানান দূর্যোগ-দুঃসময়ে সাধ্যানুযায়ী বিপন্ন মানবতার পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তাই যে যার অবস্থান থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।