মায়ের মুচকি হাসি ঈদের চাঁদের মতো
মা তোমায় ভালোবাসি বুঝাবো তা কতো,
ঈদের চাঁদতো আসে মা বছর ঘুরে ঘুরে
তুমিতো মা সেই করে গেলে এলেনা আর ফিরে।
ঈদের দিনে জড়িয়ে ধরে দিতে আমার মুখে চুম
এখনতো মা আমার চোখে নেইতো আর ঘুম,
তুমিতো মা নেই কোথাঁও নেই ঈদের খুশি
কাকে আজ জড়িয়ে ধরে মাগো বলবো ভালোবাসি।
আজ কেন মা ঈদের দিন লাগেনা ঈদের মতো
চাবিদিকে আজ বিষাদময় অশ্রু ঝরে অভিরত,
তুমিতো মা চলে গেছে আমায় ফেলে দুরে
আজ কেউ মা জড়িয়ে ধরেনা ভালোবাসি বলে।
ঈদের নামাজ পড়ে এসে ঘরে থাকি বসে
কেইতো মা আজ করেনা আদর একটু কাছে বসে,
বুক ফেটে মা কান্নাঁ আসে তোমার কথা ভেবে
ঈদের দিনে ঈদ হয়না মা আমার কান্নাঁর জলে যাই ভেসে।
মাগো তুমি যেথায় থাকো একটু দোয়া করো
স্বপ্নে এসে কাছে এসে মাথায় একটু হাত বুলিয়ে দিও,,