ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী মহল্লার ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনার রহস্য উদঘাটিত হয়েছে বলে জানা গেছে। সনাক্ত হয়েছে হত্যাকারী।
ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোরশেদ আলম সোমবার (১ জুলাই) প্রেসব্রিফিং করে এই তথ্য জানাবেন বলে পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
গত শুক্রবার ওই কিশোরী বাড়ির কাছে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। বিকেল পাঁচটার দিকে ওই কিশোরীর মৃতদেহ ওই পুকুর থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত একটি পাট ক্ষেত থেকে উদ্ধার করা হয়।
এই ঘটনায় ঐ কিশোরীর মা শনিবার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ভাঙ্গা থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমনে আইনে একটি মামলা দায়ের করেছেন। কিশোরীর বাবা একজন দিনমজুর এবং তার মা মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে এই কিশোরী বড়।
ভাঙ্গা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশীদ বলেন, আসামি সনাক্তসহ হত্যা রহস্য উদঘাটিত হয়েছে। অতি দ্রুততম সময়ে ফরিদপুরে পুলিশ সুপার মোহাম্মদ মোরশেদ আলম নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে আনুষ্ঠানিকভাবে এ বিষয়টি জানাবেন।