শুধু স্বপ্নেই দেখা দিও।
অনুপস্থিতির জন্য কাহাকেও
জবাবদিহি করতে হবে না।
লোক লজ্জার থাকবেনা কোনো বালাই,
চল মোরা স্বপ্নেই পালাই।
তোমার আমার হবেনা অর্থ দন্ড,
গুণে ধরা সমাজ করবেনা মোর জরিমানা,
তোমার বাবাও চাইবেনা আমার কারাদণ্ড।
তুমি লিওনার্দোর আঁকা বিখ্যাত ছবি ‘ মোনালিসা’
চল যাই ঘুরে আসি ভূস্বর্গ কাস্মীর লাগবে না ভিসা।
কারণ যাচ্ছিতো স্বপ্নের প্লেনে চড়ে।
চল যাই ঢাকার হোটেল শেরাটন,
পেট পুরে খাবার খাব নেই কোনো টেনশন।
কারণ স্বপ্নেইতো খাচ্ছি অর্থের কী প্রয়োজন?
ওগো মোর স্বপ্নের রানী বিলকিস,
এখনো রীতিমতো তোমাকে করছি মিস।
এতক্ষণ যা কিছু হয়েছে কাহাকেও বলিও না,
স্বপ্নের কথা কাউকে বলা সম্পূর্ণ মানা।