আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা:
কুমিল্লার মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে মনোহরগঞ্জ উপজেলা জামায়াত। রোববার সন্ধ্যায় উপজেলা বড় কেশতলা গ্রামে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি এবং জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি ফয়েজুর রহমান, ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল খায়ের। আরো উপস্থিত ছিলেন বড় কেশতলা গ্রামের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হুসাইন আহমদ মাদানী। এছাড়া শনিবার উপজেলার লক্ষ্মণপুর বাজারে গত ১৯ এপ্রিল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ জন ব্যবসায়ী ও ২ জন দোকান মালিককে ড. একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকী ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হামিদুর রহমান সোহাগের সার্বিক সহযোগিতায় আর্থিক অনুদান প্রদান করে জামায়াত। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমান, লক্ষ্মণপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি খায়রুল বাশার, সরসপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাকসুদ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।