নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সুলেখাকে গলাকেটে হত্যা করেছে স্বামী রব মিয়া। আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী পশ্চিমপাড়া গ্রামে স্বামী এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতের ঘরে ভেতরে গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে ছিল। লাশের পাশে ছুরি, কোরআন শরীফ ও তসবিহ হাতে নিয়ে বসে ছিল স্বামী। দীর্ঘদিন ধরে স্বামী রব মিয়া মানসিক ভারসাম্যহীন বলে জানায় তারা।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। অভিযুক্ত স্বামী রবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।