মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নেতা নির্বাচন, কেন্দ্রের এমন ঘোষণায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় তৃণমূল পুরুষ ও নারী কর্মীদের প্রত্যক্ষভোটে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৮ এপ্রিল সকালে উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে তৃণমূল নেতাকর্মীদের আনন্দঘন পরিবেশে খিলা ইউনিয়নের ৭নং, মৈশাতুয়া ইউনিয়নের ৬নং ও ঝলম দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম।
এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনানুযায়ী তৃণমূল থেকে উপজেলা পর্যন্ত সকল কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। আমরা সেই প্রক্রিয়া বাস্তবায়নে আজকের এই সম্মেলন। এখন থেকে তৃণমূল কর্মীদের ভোটে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলার নেতা নির্বাচন করা হবে, কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবেনা।
পরে সম্মেলনে তৃণমূল কর্মীদের গোপন ভোটে নবনির্বাচিত খিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সভাপতি হিসেবে সাবেক ওয়ার্ড মেম্বার সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার উল্ল্যাহ। মৈশাতুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সভাপতি হিসেবে আবুল কালাম মজুমদার ও সাধারণ সম্পাদক তনু মিয়া এবং ঝলম দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডে সভাপতি হিসেবে জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আলী হোসেনের নাম ঘোষণা করেন তিনি।
এ সময় আরো বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. ইলিয়াছ পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহ সুলতান খোকন, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান বাদল। এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মজনু, প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, আবুল বাসার কিরণ, এস এম মুনসুর আলম, আবদুল মুনাফ, শওকত হোসেন শিহাব, মাসুদুল আলম বাচ্চু, গিয়াস উদ্দিন সৈকত,যুবদলের যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর, কামরুজ্জামান, ছাত্র দলের সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।