বিশেষ প্রতিনিধি
কুমিল্লার লাকসামে নিম্ন আয়ের মানুষের মাঝে উপহার হিসেবে নগদ টাকাসহ ঈদ-সামগ্রী বিতরণ করেছেন নেক্সাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক ডাকসু সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কন্দ্রীয় কমিটির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনী।
রবিবার (৩০ মার্চ) উপজেলার মুফাফরগঞ্জ দক্ষিণ চিকুনিয়া গ্রামে নিজ বাড়িতে এ ঈদ উপহার বিতরণ করেন তিনি।
এ সময় দলীয় ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, ‘আমি স্বপ্ন দেখি আমাদের এই দেশে যাকাত নেওয়ার মতো কোন লোক থাকবে না। সেভাবে দেশের মানুষকে জনসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের দেশে সবচেয়ে বড় সম্পদ এদেশের জনশক্তি। এই বিশাল জনশক্তিকে কাজে লাগিয়ে শুধু সুশাসন প্রতিষ্ঠা, কঠোর পরিশ্রম ও রিসোর্স ডেভেলপমেন্ট নিশ্চিত করতে পারলে আমাদের এই দেশটিও জাপান বা সিঙ্গাপুরের মত উন্নত করা সম্ভব।’
ওইদিন প্রায় সহস্রাধিক নারী-পুরুষের মাঝে নগদ টাকা, শাড়ি, লুঙ্গি, থ্রী-পিস, চিনি সেমাইসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।