প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৯:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ১১:০৯ এ.এম
স্বাধীনতা -এম,আর,পাটোয়ারী
স্বাধীন মানে জান কি তোমরা কেউ?
বলতে নেই কোন মানা,
বাঙ্গালির উপর আক্রন করে রাতে
ঐসব পশ্চিমা হায়েনা।
স্বাধীনতা মানে ছাব্বিশে মার্চ অতর্কিত
আক্রমণ করে ঢাকায়,
সফলহতে দেয়নি জিয়া গর্জেউঠেছিল
রণ হুঙ্কারে চট্রলায়।
স্বাধীনতা ঘোষণা দিয়েছেন বীরত্বের
কালুর ঘাট বেতারে,
স্বাধীনতা যুদ্ধের আহ্বানও করেছেন
সকল বাঙ্গালির তরে।
স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে
বঙ্গে ধীর্ঘ নয় মাস,
ষোলই ডিসেম্বরে আসে মোদের নিজয়
স্বাধীন হয় বাংলাদেশ।
স্বাধীনতা মানে মুক্তিসেনার সত্যিকারে
হাসি মুখে জীবন দান,
বুকের রক্ত ঢেলে দিয়ে মাতৃ ভূমির জন্য
রক্ষা করেছে সম্মান।
স্বাধীনতা মানে লক্ষ প্রাণের বিনিময়ে
নতুন একটি পতাকা,
স্বিশ্বের ইতিহাসে নতুন একটি দেশ ও
জাতির নাম লিখা।
স্বাধীনতা মানে বিশ্বে বীরবীরত্বে লড়াকু
নতু একটি জাতি,
স্বধীনতা মানে লক্ষ প্রণের বিনিময়ে হবে
উল্লাসিত অগ্রগতি।
স্বাধীনতা মানে নয়মাস যুদ্ধের পরে মুখে
বিজয়ের রক্তমাখা হাসি,
স্বাধীনতা মানে আমার প্রাণের বাংলাদেশ
আমি তোমায় ভালবাসি।
স্বাধীনতা মানে বিরঙ্গনা মা বোনের
ইজ্জতের দামে কিনা দেশ,
স্বাধীনতা মানে শকুন রাজার পরাজয়
হায়েনাদের রাজত্ব শেষ।
স্বাধীনতা মানে বুঝে নিয়েছি মোরা
দেশের সঠিক সিমানা,
স্বাধীনতা মানে লক্ষ প্রাণের বিনিময়ে
বিজয় তারিখ অজানা।
স্বাধীনতা মানে বুঝে নিতে চাই পুরো
বাংলা বাসির দেশ,
স্বাধীনতা মানে নয় কারো দাসত্ব আর
দাসত্বের সময় শেষ।
স্বাধীনতা মানে ভাসানির স্বপ্ন অধিকার
আদায়ের জ্বালাময়ী ভাষণ,
স্বধীবতা মানে কথা বলার অধিকার
কেউ করবেনা শোষণ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত