প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৮:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ২:২৯ পি.এম
স্বাধীনতার রঙ –রেজাউদ্দিন স্টালিন
আমারা খুঁজছি প্রিয় স্বাধীনতার রঙ
কোথায় থাকে সেই রঙ
সূর্যের শাখায়- কৃষ্ণচূড়ার কণ্ঠে
নাকি রঙধনুর ভ্রুর মধ্যে
স্বাধীনতার রঙ হয়তো পাখির ডানায়
কিম্বা নদীর কলস্বরে
সুতো ছেঁড়া বালকের ঘুড়ির ঠোঁটে
গোধুলি সন্ধ্যার নৃত্যে-শিশিরের শস্যদানায়
ঘরে ফেরা কৃষকের পদশব্দে
শ্রমিকের স্বেদদগ্ধ বাহুর বিক্রমে
নাকি স্বাধীনতার রঙ স্কুলের ছুটির ঘন্টাধ্বনি
অপেক্ষাতুর মায়ের অনন্ত দৃষ্টি
শিল্পীর কন্ঠ চেরা সুরের তরঙ্গ
কবির আবেগর ওঙ্কার
কোথায় থাকে স্বাধীনতার রঙ
যখন ভোর হয়
সূর্য ওঠে
পাখিরা উড়ে যায় দিগন্তে
মুক্তির মিছিলে মিছিলে ছেয়ে যায় মানুষ
গুলির শব্দে লুটিয়ে পড়ে পাখি ও প্রকৃতি
মানুষের কন্ঠ বিদীর্ণ করে বেরিয়ে আসে
স্বপ্নের থোকা থোকা শিমুল-পলাশ
তখনই স্বাধীনতা তার রং খুঁজে পায়
সবুজ ঘাসের ছোপ ছোপ আকাঙ্ক্ষায়
আমরা দেখি
আমরা শুনি
আর বিশ্বাস করি
স্বাধীনতার রং রক্তের
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত