
স্টাফ রিপোর্টার: অদ্য ২৩ মার্চ ২০২৫ ইং তারিখে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যােগে মানিকগঞ্জের শিবালয়ের তেওতা ইউনিয়নের পয়লা গ্রামের মো: পরশ আলী কে হুইল চেয়ার বিতরণ করা হয়। মো: পরশ আলী দীর্ঘ কয়েক বছর আগে একটি এক্সিডেন এর কারনে পঙ্গুত্ব বরণ করেন। তার হাঁটাচলা করতে খুব কষ্ট সমস্যা হতো। অর্থের অভাবে একটি হুইল চেয়ার কেনারও সামর্থ ছিলো না তার। এমতাবস্থায় শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল হোসেন মোল্লা কে তার অসহায়ত্বের কথা জানিয়ে একটি হুইল চেয়ার এর আবেদন করেন। মোজাম্মেল হোসেন মোল্লা তার অসহায়ত্বের কথা শুনে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর সকলের সহায়তায় তাড়াতাড়ি হুইল চেয়ারের ব্যবস্থা করেন। সময় উপস্থিত ছিলেন,শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সন্মানিত সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো: সেন্টু খাঁন, ও ফাউন্ডেশনের সন্মানিত সদস্য মো: শাকিল রানা, মো: শহিদুল ইসলাম মাহমুদ মোল্লা, মো: রাকিবুল ইসলাম রানা, মো: সজীব হোসেন, মো: সফিউল্লা, মো: সোহেল রানা সহ ফাউন্ডেশনের নেতৃত্বীবৃন্দ।