
মোঃ আবুল খায়ের,মনোহরগঞ্জ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চিলুয়া বায়তুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদে মসজিদ কমিটি ও যুবসমাজের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল বিকাল চারটায় অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন বচইড় বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মাছুম বিল্লাহ ফয়েজী।বিশেষ আলোচক হিসাবে আলোচনা করেন চিলুয়া জামিয়া আরাবিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান, আরো ও ওয়াজ করেন মাওলানা মঞ্জুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ বেলাল হোসেন সোহেল, জাতীয় সাংবাদিক সংস্থার মনোহরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও মনোহরগঞ্জ উপজেলা মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল খায়ের, শরীফপুর সায়েদুল হক উচবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান চৌধুরী।