এম,নুরুননবী চৌধুরী সেলিম, মনোহরগঞ্জ, (কুমিল্লা)প্রতিনিধি.:
বাংলাদেশ স্কাউটস -কুমিল্লা জেলা কাউন্সিলের বিশেষ কাউন্সিল সভা ২০২৫ হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা এডহক কমিটির আহ্বায়ক মানীয় জেলা প্রশাসক জনাব মোঃ আমিরুল কায়ছারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। গতকাল দুপুর ২.৩০ মিনিটে ১৫৯ জন কাউন্সিলর এর মধ্যে ১৩৫ জনের প্রত্যক্ষ ভোটে নতুন নির্বাহী কমিটি গঠিত হয়।
কাউন্সিলে সহ সভাপতি পদে- (মুক্ত দল)স্কাউটার জনাব মোঃ আব্দুল আউয়াল ভুঁইয়া এল টি , (তিতাস মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি), সহ-সভাপতি- (কাব শাখা) স্কাউটার জনাব মোঃ আবু ইউসুফ এ এল টি, কমিশনার - জনাব মোঃ কামরুল কবির(প্রধান শিক্ষক কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়, চান্দিনা, কুমিল্লা।)
সম্পাদক - জনাব মোহাম্মদ কুদরত উল্লাহ এ এল টি,(সাবেক প্রধান শিক্ষক, বাগমারা উচ্চ বিদ্যালয়, লালমাই,কুমিল্লা।কোষাধ্যক্ষ - স্কাউটার মোঃ আসলাম মিয়া(সহকারী প্রধান শিক্ষক, আল আমিন ইন্সটিউট লাকসাম, কুমিল্লা) নির্বাচিত হন।
সভায় কাউন্সিলরের গোপন ব্যালটের মাধ্যমে অর্থাৎ ভোটের মাধ্যমে নির্বাহী কমিটির সহ-সভাপতি (৫ জন), কোষাধ্যক্ষ (১ জন), সম্পাদক (স্কাউট শাখা ১ জন), যুগ্ম-সম্পাদক (কাব শাখা ১ জন), লিডার ট্রেনার প্রতিনিধি (১ জন) ও সহকারী লিডার ট্রেনার প্রতিনিধি (২ জন) নির্বাচিত হন। এছাড়া জেলা কমিশনার নিয়োগের সুপারিশ চূড়ান্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এডিসি শিক্ষা ও জেলা শিক্ষা অফিসারদ্বয় (মাধ্যমিক ও প্রাথমিক)সহ জেলা এডহক কমিটির সদস্যগণ ।
জেলা এডহক কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ স্কাউটস চাঁদপুর ও কুমিল্লা জেলার সহকারী পরিচালক পূরবী সরকার শম্পা'র সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে ১৭টি উপজেলার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কাউন্সিল কার্যক্রম সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিচালক পূরবী সরকার ।