কুমিল্লার লাকসামে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল আয়োজন করা হয়। মঙ্গলবার (১৮মার্চ) লাকসাম শহরের কুমিল্লা রেস্তোরাঁ পার্টি সেন্টারে লাকসাম পৌরসভা জামায়াতের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ড.সৈয়দ একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
এসময় তিনি বলেন -মুসলমানদের জীবন চলার পথ ও পাথেহ হলো মহাগ্রন্থ আল কোরআন। কিন্তু মুসলমানরা আজ সেই কুরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে বিবেকহীন পাষাণ হয়ে যাচ্ছে। যার ফলে আজ আছিয়াদের মতো আমাদের নিরপরাধ শিশুরা দর্শনের শিকার হচ্ছে।
লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারী শহিদুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মজিবুর রহমান দুলাল,আবদুল কুদ্দুস, মশিউর রহমান সেলিম, ফারুক আল শারাহ,নুর উদ্দিন জালাল আজাদ, আরিফুর রহমান স্বপন, কামাল উদ্দিন, আবদুল মান্নান, মিজানুর রহমান,হুমায়ুন কবির মানিকসহ প্রায় শতাধিক সাংবাদিক ও সম্মানিত ব্যক্তিবর্গ।পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।