প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৫, ৪:০৫ এ.এম
কেয়ামত বেঈমানদের জন্যে –আলমগীর হোসেন
কেয়ামত তো হবেই
এটা চিরন্তন সত্য
কবে হবে
কি কি কারণে হবে
সবই বলা আছে
শুধু কেয়ামত হতে
নিবে দীর্ঘ সময়
মানবের বিবেকের উপর।
ঈমান থাকবে যতক্ষণ অন্তরে মানবের
যদি তাহা সংখ্যায় খুবই কমও হয়
পৃথিবী টিকিয়ে রাখবে সৃষ্টিকর্তা ততক্ষণ
কারণ সৃষ্টিকর্তা তার সব সৃষ্টিকেই ভালোবাসেন
তবে মানুষকে একটু বেশি
তাই তো ভালো-মন্দ বুঝে চলার জন্যে
বিবেক বুদ্ধি দিয়ে করেছেন সৃজন।
দিয়েছেন ইচ্ছার স্বাধীনতা বুঝে চলার
যার জন্যে হবে বিচার
মিলবে ফলাফল ভালো কিংবা মন্দ।
ভালোদের জন্যে যেমন রয়েছে সুসংবাদ
অনন্তকাল থাকবে সুখে শান্তিতে
যারা করবে অর্জন জান্নাত।
দুঃসংবাদও রয়েছে তাদের জন্যে
যারা মানবেনা বা করবেনা
সৃষ্টিকর্তাকে এবং শোকর
তাদের হবে পরিণাম
জ্বলবে আগুনে
আরো থাকবে শাস্তি নানাবিধ
ঐ সেই কঠিন আযাব খানা জাহান্নাম।
কেয়ামত দিয়েই হবে শুরু
ভয়াবহতা তার
কারণ যখন ঈমান থাকবেনা কারো
তখনই হবে কেয়ামত
পিষিয়ে মারবে সকল বেঈমানকে
সিঙ্গাতে ফুঁ দিয়ে ইসরাফিল ফেরেশতা
সৃষ্টিকর্তার ইশারাতেই।
যে ভালোবাসে, তার অবাধ্য হলে
সে যে শাস্তিও দিতে পারে চরম ভাবে
কেয়ামতই হবে তার প্রমাণ।
সবই জানি,সবই বুঝি আমরা মানুষ
শুধু ছাড়তে পারছিনা
লোভ,মোহ,মিথ্যা
দুনিয়াবী রঙ্গ তামাশায় উঠছি মেতে
মনে হচ্ছে দিন যত যায় তত বেশি
তাই কেয়ামত ধেয়ে আসছে
খুব তাড়াতাড়ি বোধহয়!
তবে কেয়ামত হবে এটা শতভাগ সত্য
কারণ আমাদের বেঈমানি বাড়ছে যে ক্রমাগত
আর কেয়ামত কিন্তু বেঈমানদের জন্যই ।।
-----@----@-------
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত