প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৯:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৫, ৫:৪০ এ.এম
অনাকাঙ্ক্ষিত যন্ত্রণাবাস –আবীর অরণ্য
একই আকাশ একই সূর্য একই গ্রহ একই চন্দ্র
একই নক্ষত্র
কেমন যেন সব আজ দু'ভাগে বিভক্ত।
ভালোবাসায় অবিচ্ছিন্ন ছিলো দু'জনের আত্মা
এই প্রকৃতির সবকিছুই একসময় সুন্দর ছিলো,
একই গানের একই সুর ছিলো দু'জনের অন্তরা।
একটিমাত্র নিঃশ্বাসের অপেক্ষায় এখনও বেঁচে আছি,
তোমার নিঃশ্বাসের দীর্ঘশ্বাস অজান্তেই এসে পড়বে
আমার এ ঘাড়ে
সাথে করে কিছু এলো চুলের মৃদু স্পর্শ
সেই আশাতে বুক বেঁধে এখনো পড়ে আছি পৃথিবীতে।
আজ আমরা অজানা মানুষ আজ দু'জনের দু'টি
অচেনা পৃথিবী,
অজস্র অপেক্ষায় তারই বুকে মুখ লুকিয়ে
সহস্র অভিযোগ আর
অভিমানে ভরা প্রেমময় সংসারে ছিলো এতদিন,
তার স্পর্শ পেতে আজ এই মন যে বড়ই ব্যাকুল।
বারবার ফিরে আসে কানে সেই মিষ্টভাষী কন্ঠস্বর
লাস্যময়ী সেই চোখ সেই আবেগ সেই দূষ্টি।
হয়তো বেশ আছি একা একা নেহায়েত মন্দ নেই
তুমিও তোমার মতো করে বেশ আছো জানি,
সাবলীল কেটে গেছে অনেক মধুর বসন্ত
অনেক কষ্ট হয়তোবা ছিলো যা এখনও আছে
আনন্দই বা কম কি ছিলো কিসে বলো?
কথা আর অকথায় ভালবাসার রাজ্যে আমরা দু'জন
ছিলাম আবেগে জড়ানো প্রেমী
শুধুই প্রেমে সময় যেত হারিয়ে একই জীবন তীরে
নিবিড় প্রেমময় ভালোবাসার বন্ধনে,
আজ অজানায় তুমি আর একলা আমি নিঃস্ব হয়ে করি
শুধুই অনাকাঙ্ক্ষিত যন্ত্রনাবাস।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত