প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ৬:১১ এ.এম
আয়নায় প্রতিচ্ছবি –নীল কাব্য
অব্যক্ত কথা বুকের ভেতর আকুপাকু করে
কষ্টগুলো ছেঁকে ফুঁ দিয়ে ওড়াই
সত্যি কি হাওয়ায় ওড়ে,ফিরে আসে!
অন্য রূপে নানান ছলে!চোখের কোণে!!!
কবিতার শব্দগুলো মুখোমুখি আয়নার
প্রশ্ন বিদ্ধ আমি! আমার কায়া
কচু পাতায় জমেনা শিশির
মেকিত্বে সুখ ছড়ায়না আবির।
রঙে ঢঙে কতো ছলে চলে অভিনয়
অভিযোগ আজ মৃত!স্বপ্ন পোড়ায়
অভিমান উদাসীন! গতি হারা নিরবতায়
বদলে যাওয়া রূপে! নির্বাক প্রতিচ্ছবি আয়না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত