প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ৬:২৪ এ.এম
অদ্ভুত সুন্দর ভালবাসা –আহমেদ জহুর
কী যেন হয়েছে আমার! মাঝে মাঝে আমি
অ-নে-ক দেখি। আবার মাঝে-মধ্যে কিছুই
দেখি না। মাঝে মাঝে রাতকে দিন দেখি।
চাঁদকে রোদ দেখি। এভাবে দেখতে দেখতে
তোমার হৃদয়ের অচেনা শহর চষে বেড়াই।
অদ্ভুত গোলমেলে সময় আমার! কোথাও
ভালবাসার দেখা মেলে না। দ্বিধার আঁচলে
মোড়া ভালবাসায় আমার প্রাণ জুড়ায় না।
কী যেন হয়েছে আমার! মাঝে মাঝে কোথাও
আমি মন্দ কিছু দেখি না। তোমার যা-কিছু
ভালমন্দ মনে হয় সবই আমার। শুধুই আমার।
তখন তুমি মুচকি হাসো আমার অন্ধত্ব দেখে!
কী যেন হয়েছে আমার! মাঝে মাঝে আমি
তোমাকে বুঝতেই পারি না। যখন তুমি হাসো
মনে হয় ভালই আছো অথচ তখন তুমি
ভালো থাকো না। যখন তুমি কাঁদো মনে হয়
খুব কষ্টে আছো অথচ তুমি কষ্টে থাকো না।
কী বিচিত্র! কী অদ্ভুত সুন্দর তোমার ভালবাসা!
যতই দূরে ঠেলো ততই বাড়ে পাওয়ার প্রত্যাশা।

মন-সুন্দরের চিলেকোঠা-১১৭
-----------------------
খিলগাঁও, ঢাকা

১৪ জানুয়ারি ২০২২
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত