প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৪:১০ এ.এম
শুধু তোমার প্রতিক্ষায় –অধরা আলো
তোমার কণ্ঠে বেজে ওঠা সুরের ঐন্দ্রজালিক রেখা,
আমার অন্তর্গত হৃদয়পটে আঁকে অনিঃশেষ আকুলতা।
কত রাত্রি নির্ঘুম কাটিয়েছি তোমার স্বর শোনার অপেক্ষায় ,
সে আশায় জ্বলে ওঠে এক নক্ষত্রমণ্ডল, অনন্ত যন্ত্রণায়।
তোমার চক্ষুর মণি যেন অতলান্তিকের রহস্যময় ঢেউ,
তোমার ওষ্ঠের কণ্ঠস্বর যেন অশ্রুভেজা মেঘের সৌম্য গ্রীবায়।
হৃদয়ের গহীনে জমে থাকা ব্যথার অনুরণন,
তোমার একটুখানি চাহনি ছুঁয়ে দেয় সে সকল বেদন।
যেন বহ্নি হয়ে তুমি ছুঁয়ে যাও আমার অন্তর্মহল,
তোমার প্রত্যেকটি শব্দ আমার প্রাণের কম্পন সম্বল।
এ আকাঙ্ক্ষা যেন প্রলয়কালীন ঝড়ের মতো দিশাহারা,
তোমার কণ্ঠে বাঁধা আছে আমার নিঃশ্বাসের সকল ধারা।
তোমায় দেখি আমি রাতের নিস্তব্ধতায়,
স্বপ্নে অঙ্কিত ভালোবাসার প্রতিটি ধ্বনিতায়।
কত অপ্রকাশিত অনুভূতি যেন জেগে ওঠে প্রতিমুহূর্তে,
তোমার কণ্ঠে লুকিয়ে থাকা সেই মোহময় সুরে।
তাই বলি, প্রিয়তমা, তোমার কণ্ঠই আমার জীবনগাথা,
তোমার স্বরে গাঁথা রয়েছে আমার হৃদয়ের কাব্যকথা।
তোমায় দেখার আকাঙ্ক্ষায় প্রতীক্ষা করি অবিরত,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত