ভাবছি বসে মন হতাসে বাল্য শিক্ষা
আমার বাংলা ভাষার বই,
কই গেলেরে শতকিয়ার ধারদপাত
সেই নামতা শিখা বই।
বাঁশের কন্চি দিয়ে কলম বানিয়ে
লেখছি শিখছি অ আ ক,
এখন সেই শিক্ষাটা কোথায় গেল
আমায় তোরা একটু ক।
শিক্ষক দেখে ভয়ে কাঁপতো ছাত্র
সম্মান ছিল শিক্ষার কত,
এখন ছাত্র দেখে শিক্ষক কাঁপছে
শিক্ষা হলো অবহেলিত।
কোথায় হারালো বাল্য শিক্ষা বই
কোথায় হারালো শতকিয়া,
নামতার ধারাপাত কড়া গোন্ডার
গিয়েছি আমরা সব ভুলিয়া।
শিক্ষকের হাতে ছিল চড়ি বেত
ছাত্রদের ছিল শ্যদ্ধাভয়,
পড়ালেখার মান ছিল ছাত্রদেরও
জ্ঞান ছিল প্রচুর কমনয়।
শিক্ষক দেখে ছাত্ররা দেখতাম
শ্রদ্ধায় মাথা কাতো নত,
এমন সম্মানের প্রমান ছাত্ররা
দিত শিক্ষককে অবিরত।
এখন আসল মূল্যবোধের শিক্ষা নেই
অশিক্ষার দেখছি হয় জয়,
এটাই আধুনিক যুগের ধ্বংস লীলা
শিক্ষা সমাজের অবক্ষয়।
শিক্ষক যদি ছাত্রকে শাসন করে
ছাত্রের বাবায় করে মামলা,
আবার ছাত্ররা দলবেঁধে শিক্ষকে
করে অতর্কিত হামলা।
তাই ছাত্র আজ হয় বড় সন্ত্রাসী দেখি
কলম ছেড়ে হাতে নেয় পিস্তল,
ফেরোয়ারি হয়ে পালিয়ে বেড়ায় সদায়
মা বাবার ঝরে চোখের জল।