প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ১:৪৯ পি.এম
কবি হওয়ার জ্বালা –শামীমা খালিদ শাম্মী
যদি লিখি কবিতা
সাজিয়ে বিরহের উপমা,
তোমরা ব্যাঙ্গাত্মক হাসি দিয়ে বল,
কষ্টে আছি বড্ড,না হলে প্রেমে খেয়েছি ছ্যাকা,
তাইতো বিষাদের ছড়াছড়ি ভাষার কারুকাজে।
যদি লিখি কবিতা
প্রেমের ঘ্রাণ মাখি শব্দে,
তোমরা ভাবো উচ্ছন্নে গেছি,
নব প্রেমের জোয়ারে ভেসেছি, রঙ লেগেছে মনে
তাইতো সারাদিন প্রেমের ছবি আঁকে।
যদি লিখি কবিতা
দুর্বার প্রতিবাদী কথামালায়,
তোমরা বল এসেছে কোথাকার কে,
কলম দিয়ে কি আর প্রতিবাদ হয়,নিছক শব্দ চয়ন
তাইতো প্রতিবাদের নামে বস্তাপচা শব্দ তুলে আনে।
যদি লিখি কবিতা
প্রকৃতির সবুজাভ রঙ সাজাই,
তোমরা হাসো অট্টহাসি,বল পাগল একটা,
যা ইচ্ছে লিখে যাই, সংসারে মনোযোগ নাই
তাইতো সব ছেড়ে ফুল পাতায় বিবাগী সাঁজে।
কেমনে লিখি কবিতা
জানা নেই ভাষা, আমি নিরূপায়,
তোমরা বল ভাই কি করে অনুভূতি জানাই,
সাজাই অনুভব আঁকি স্বপ্ন শব্দের অলঙ্করণে
কবিতা যে শ্বাস হয়ে মিশে গেছে আমার সত্ত্বায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত