প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৮:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ১:৫৮ পি.এম
আমি আর তুমি – সেলিনা আক্তার শিমু
জ্যোৎস্নাভরা রাত।
চলো বসি দুজনে,
হাতে রেখে হাত।
এমন রাত আর,
পাবো না যেন ফিরে।
প্রকৃতির সব আয়োজন ,
তোমায় আমায় ঘিরে।
খোলা আকাশে আজ ,
কেমন যেন স্নিগ্ধ মায়ার আলো।
অপার্থিব সব কিছু ,
লাগছে ভীষণ ভালো।
চারিদিকে শোনা যায়,
ঝিঁ ঝিঁ পোকার ডাক।
রাতে কেবল নাচে ,
জোনাক ঝাঁকে ঝাঁক।
গাছের পাতায় হেলেদুলে,
বাতাস নেচে যায়।
মাতাল সুরে মাদল বাজে,
দুরের কোন সে গায়।
বাতাস জুড়ে মাতাল করা,
মাধবীলতার ঘ্রাণ।
তোমার গলায় উদাস করা,
গুনগুনানি গান।
তারাভরা আকাশ ,
বলে আমায় ডেকে।
সারাটারাত থাকো না ,
আমার সাথে জেগে।
দক্ষিনা বাতাস বুলিয়ে দিল ,
আমার এলো চুল।
বুঝতে আমার হলো না,
কোনো রকম ভুল।
কানের কাছে কে যে বলে,
এখন তবে যাই।
হঠাৎ দেখি তুমিতো আর,
আমার পাশে নাই।।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত