
দ্বীন কায়েমই আমাদের একমাত্র জীবনোদ্দেশ্য; তাই জীবনের শেষদিন পর্যন্ত দ্বীনে হক্বের ওপর অবিচল থেকে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে গতিশীল ও বেগবান করতে ছাত্র আন্দোলনের সদ্য বিদায়ি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে ছাত্র আন্দোলনের সদ্য বিদায়ি ছাত্রনেতৃবৃন্দকে নিয়ে এক প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক ও ইয়াছিন আরাফাত,সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম।
সেলিম উদ্দিন বলেন, ইসলামী আন্দোলনের পথচলা অতীতে যেমন ফুল বিছানো ছিলোনা; এখনও নয়। এক সমস্যা-সংকুল, কণ্টকাকীর্ণ ও সংকীর্ণ পথেই ইসলামী আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে হয়েছে। যুগে যুগে যারাই মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন তাদের ওপরই নেমে এসেছে অবর্ণনীয় জুলুম-নির্যাতন। নবী-রাসূলগণও বিরুদ্ধবাদী কুফরী শক্তির হাত থেকে রেহাই পাননি। তাদের কাউকে কাউকে হত্যাও করা হয়েছে। বিশ্বনবী (সা.)কে তা থেকে রেহাই দেয়া হয়নি বরং কাফেরদের নির্মম নির্যাতনে তাকে জন্মভূমি থেকে মদীনায় হিজরত করতে হয়েছে। ইতিহাসের সে ধারাবাহিকতায় স্বৈরাচারী ও ফ্যাসীবাদী আওয়ামী লীগ সরকার আমাদের শীর্ষনেতাদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছে। অথচ আল্লাহর ওপর ঈমান আনায় ছিল তাদের বড় অপরাধ। তিনি শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, ইসলামী আন্দোলনে কারো পক্ষে অবসর নেওয়ার সুযোগ নেই। কারণ, এ আমাদের প্রত্যেকের ওপরই ফরজ করে দেওয়া হয়েছে। প্রত্যেক নবী-রাসূলগণই এ মিশন ও ভিশন নিয়েই দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। রাসূল (স.)ও একই দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলেন এবং তার আসহাবগণও সে দায়িত্ব পালন করে গেছেন। আল্লাহর তায়ালার খলিফা হিসাবে সে দায়িত্ব এখন আমাদের ওপর চেপেছে। মূলত, মানবরচিত বিধান দিয়ে মানুষের কল্যাণ সম্ভব নয়। তাই কুরআন-সুন্নাহর আদর্শের ভিত্তিতে পুরো বিশ্বকেই পরিবর্তনের জন্য আমাদের নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এ দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া বা পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। তিনি জীবনকে ইসলামের রঙিন করতে সদ্য বিদায়িদের প্রতি আহ্বান জানান। তাহলে পুরো বিশ^ই বর্ণিল হয়ে উঠবে।