এলোমেলো প্রচণ্ড হাওয়া,
এদিক ওদিক ছুটাছুটি করছে
হঠাৎ হঠাৎ বিজলী চমকাচ্ছে।
রাগে ক্ষোভে গুড়ুম গুড়ুম ফালতু রিংটোনের
চিৎকারে ভয় পাওয়া আরশোলার মতো,
নির্ঘুম রাত;
বেলকনিতে এসে দাঁড়িয়ে নিকষ কালো আঁধারে–
আকাশের তারা গুনছি মনে মনে।
বৃষ্টির ছন্দে ছন্দায়িত চারিদিক,
উদাসী আকাশ যেনো বিমোহিত চিত্ত!
প্রণয়ে মেতেছে মেঘের সাথে,
মেঘের কাছে চেয়ে নিলাম একমুঠো ভালোবাসা.
অমাবস্যাকে বলেছি চাঁদের কাছে জোছনা ধার করে — এনে আমায় জোছনায় আলো ভরিয়ে দিতে।
জোছনায় আলোতে মাঝে মাঝে-
বাতাসের ভেজা ঝাপটা এসে,
ঠাণ্ডা প্রলেপের সাথে শুভ্র দানা-
ছিটিয়ে দিচ্ছে হাতে মুখে।
হাতে নিয়ে পরশ বুলিয়ে নিলাম সর্বাঙ্গে।
হারিয়ে গেলাম ছোট্ট বেলায় অতল গভীরে
সেখান থেকে ফিরতে অনেক কষ্ট!
সেখানে সিন্দুক ভরা হাসি-কান্না, সুখ-দুঃখ-
খুনসুটি বিনি সুতা মালায় গাঁথা,