প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৫, ১:৫৩ পি.এম
প্রতীক্ষা প্রহর –জামান মনির
কারো অপেক্ষা সময়ে,
কেউ ধায় কারো ছায়ার মায়ায়
কারো মায়াতো তন্ময়ে।
মন্ময়ে ঘুরি-ফিরি সবুজের বুকে
শুনি পাখিদের কলরব,
নীড়ে ফিরে যায় কোলাহল চুকে
ব্যস্ততা শেষে পাখি সব।
প্রতীক্ষা প্রহর কেটেছে আনমনে
মোমবাতির শেষ আলো,
সালতামামি নিজের ছায়ার সনে
কিছু আঁধার কিছু ভালো।
পরিযায়ী পাখিরও গন্তব্য নির্ণীত
ডুবে না টলমল সরোবরে,
সময়ের অপেক্ষায় প্রীত-প্রাণিত
অবশেষে কে কাহার তরে!
পাখিরা যায় উড়ে দূরে বহু দূরে
সময় স্রোতে প্রাণ জুড়িয়ে,
আহত মানুষ আপন বলয়ে ঘুরে
প্রতীক্ষা প্রহর যায় ফুরিয়ে।
..................................
৩০/০১/২০২৫@চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত