প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৫, ১২:৪৩ পি.এম
কিংবা –জামান মনির
বিকল্প আছে বলেই পক্ষান্তর-কিংবা-অথবা
শব্দ দিয়ে সমাধান করা যায় সমস্যার লাভা,
প্রেম কিংবা ভালোবাসা নিয়ে বৈরিতা নয়
হোক যতো প্রাপ্তিযোগ কিংবা ক্ষয়;
কষ্ট কিংবা ব্যথা সবকিছুর আছে মাত্রা
জীবন এক উত্থান-পতনের যাত্রা।
মন খারাপ বলে কি আছে অভিধানে
মন ভালো করতে কবি কিংবা কবিতা জানে,
ভালোলাগা ভালোবাসা যদি থাকে আশেপাশে
প্রকৃতির মাঝে দূরে কিংবা কাছে;
মানুষের ভীড়ে কিংবা নির্জনতায়
পিছুটান ছিঁড়ে ছুটে যাও সেথায়--------
কতো জীবনাবসানে কিছু সময় থাকে পড়ে
চিরচেনা খাটে কিংবা লাশকাটা ঘরে,
আপন মানুষগুলোর রূপ পাল্টায় ক্ষণেক্ষণে
জীবনে কিংবা অবসানে - বাহিরে কিংবা মনে;
দুঃখের কি আছে জানা কিংবা অজানায়
নিতে হবে বিদায় অন্য ঠিকানায় কিংবা সীমানায়।
...............................
২৫/০১/২৫@বরিশাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত