1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পুটি মাছ কাটা নিয়ে বিবাদ, স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর: এলাকায় শোকের ছায়া মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভূষ্মীভূত মনোহরগঞ্জে জামায়াতের প্রীতি সমাবেশ ডেটলাইনের মধ্যে সংস্কার করে নির্বাচন দেন: জামায়াতের সেক্রেটারি শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো, মাদারীপুরের নাছিমা আক্তার। তৃণমূল থেকে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি, কর্মীদের প্রত্যক্ষভোটে হচ্ছে কমিটি গঠন অন্তর্বর্তীকালীন সরকার সংস্থার ও বিচার কার্যক্রম শেষে জাতীয় নির্বাচন দিতে হবেঃ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো,ময়মনসিংহের সিদরাতুল মুনতাহা চ্যাম্পিয়ন মির্জাপুর স্পোর্টিং ক্লাব।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিক্সা বিতরণ কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের হাতকে শক্তিশালী করুন – আব্দুল হালিম

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম বলেছেন, ইসলামী শ্রমনীতি নেই বলেই দেশের শ্রমিক সমাজ আজ অবহেলিত ও অধিকার বঞ্চিত। মূলত, ইসলামই শ্রমিক সহ সকল শ্রেণি ও পেশার মানুষের অধিকারের নিশ্চয়তা প্রদান করেছে। তাই দেশের শ্রমিক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের ভিত্তিতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। তিনি ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি রাজধানীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঘোষিত সেবা পক্ষ উপলক্ষ্যে ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সমাজের প্রান্তিক শ্রমিকদের মাঝে রিক্সা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মহিব্বুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা মো. মুজিবুর রহমান ভুইঁয়া। ঢাকা মহানগরী উত্তরের রিক্সা সেক্টরের সভাপতি শ্রমিক নেতা মো. মাহবুব আলম, ঢাকা মহানগরী উত্তরের কার্যনির্বাহী কমিটি সদস্য মো. মিজানুর রহমান, পরিবহণ সেক্টর সভাপতি মো. কামাল উদ্দিন রায়হান, তুরাগ দক্ষিণ থানার প্রধান উপদেষ্টা ও কাউন্সিলর প্রার্থী মো. আবু বক্কর সিদ্দিক, তুরাগ মধ্য থানা সভাপতি জনাব বশির আহমেদ, উত্তরা পশ্চিম থানা সভাপতি মো. নাজমুল আহসান ও উত্তরা মডেল থানা সভাপতি মো. আবু হানিফ প্রমুখ।
মাওলানা আব্দুল হালিম বলেন, ইসলামী আদর্শের মধ্যেই আর্ত-মানবতার ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি। ইসলামী আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণেই সমাজে এতো অশান্তি ও অস্থিরতা। তাই এই অশান্ত পৃথিবীতে শান্তির বাতাস বইয়ে দিতে সকলকে ইসলামী আদর্শের দিকে ফিরে আসতে হবে। দেশে কুরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠিত হলেই ১৮ কোটি মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারবে। ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি ও পেশা নির্বিশেষে সকল শ্রেণির মানুষের অধিকার নিশ্চিত হবে।
তিনি সেই শান্তির সমাজ প্রতিষ্ঠায় সকলকে আল কুরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণের আহ্বান জানান। বক্তব্য শেষে প্রধান অতিথি শ্রমিকদের হাতে রিক্সা তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট