প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৫, ৮:৪৬ এ.এম
উত্তরায় শীতার্তদের মাঝে তুরাগ ফ্রেন্ডস ক্লাবের কম্বল বিতরণ
উত্তরার অর্ধশতাধিক দরিদ্র অসহায় এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) সকালে উত্তরার বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন তুরাগ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এসব কম্বল বিতরণ হয়।
সংগঠনটির সভাপতি জনাব মুহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল, প্রিন্সিপাল মু আবদুর রব ফাউন্ডেশনের সেক্রেটারী ও ক্লাব উপদেষ্টা এডভোকেট
Mohammed Shafiqur Rahman, জেড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার
জামান মুহাম্মদ আনিস, পিহার্টস টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রিন্সিপাল ও বাংলাদেশ ম্যাটস উত্তরার কোঅর্ডিনেটর প্রিন্সিপাল
Md. Asaduzzaman , ছায়াকুঞ্জ কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি জনাব মু রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আবদুর রহিম বাদশা, ক্লাব সদস্য জুয়েল, রফিক, তাহমিদ, সাফওয়ানসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে উত্তরার দরিদ্র, অসহায় শীতার্তদের তালিকা করেন সংগঠনের সদস্যরা। খুঁজে খুঁজে উত্তরার প্রকৃত অসহায় শীতার্তদের তালিকাভুক্ত করা হয়।
এদিকে কম্বল পেয়ে খুশি শীতার্তরা। কম্বল হাতে ছায়াকুঞ্জের জিরাতুন বেগম (৫০) জানান, কম্বল না থাকায় রাতে ঘুমাতে পারি না, আজ রাতে আরামে ঘুমাবো।
সংগঠনটির সভাপতি জনাব মুহাম্মদ আতিকুর রহমান জানান, তুরাগ ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা সব সময় সেবার ব্রত নিয়ে ঢাকা, গাজীপুর, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বন্যার্তদের সহায়তা, ইফতার সামগ্রী বিতরণ, কুরবাণীর গোস্ত বিতরণ, রিকশা বিতরণ, রক্তদান কর্মসূচী ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ নানান সামাজিক কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত